স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
মাহে রমজান শেষ পর্যায় চলে এসেছে, পবিত্র ঈদুল ফিতর। আর তার কারনেই বরিশাল শহরে লেগেছে প্রানের ছোয়া।
শুরু হয়েছে ঈদুল ফিতর এর জামাতের জন্য নগরীর কেন্দ্রিয় ঈদগাহ ময়দান এর সংস্কার কাজ, চলছে দ্রুত গতিতে।
গতকাল ০১জুন শনিবার, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঈদুল ফিতর এর জামাতের জন্য নগরীর কেন্দ্রিয় ঈদগাহ ময়দান এর সংস্কার কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি ঈদগাহ ময়দান এর সংস্কার কাজের তদারকি করেন।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর সাথে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাঈদ আহামেদ মান্না।