ঈদের দিন বুধবার দুপুর আড়াইটার দিকে ৫জুন মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় মুরগীবাহী মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুরগির ট্রাকের চালক ফারুক ও হেলপার চন্দন আহত হয়।
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
একইদিন সকালে তবারিপাড়া এলাকায় ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপারসহ ৮ জন আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার মারা যায়।
এছাড়াও মহাসড়কের ষোলমাইল এলাকায় ঢাকাগামী আদর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হয়।
ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের উল্লপাড়া উপজেলার হরিনচড়া বাজার দ্রুতগামী একটি প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কারটি খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারে থাকা ব্যাংক কর্মকর্তা ও চালক নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চালকদের গাফিলতির কারইে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।