27 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা

ঈদের পর এখনও ক্রেতাশূন্য শপিংমল

ঈদের পর এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেট প্রায় ক্রেতাশূন্য। ঈদের আগের রাত পর্যন্ত দোকানিরা দম ফেলার ফুরসত না পেলেও এখন সারাদিনই অলস সময় কাটছে তাদের। ক্রেতা না থাকায় অনেকেই দোকান খুলে দুপুর পর্যন্ত শুধুমাত্র দোকানের মালপত্র ধোয়া-মোছা ও সাজানো গোছানোর কাজই করছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে অনেক দোকানি বিভিন্ন পণ্যে মূল্য হ্রাসের সাইনবোর্ড ঝুলিয়েছেন।

শুক্রবার সরেজমিন ঘুরে এ দৃশ্য দেখা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির আনাম রাংস প্লাজায় ঢুকতে দেখা গেল ডানে বামে দোকানগুলোর বেশিরভাগই এখনও বন্ধ। নিরাপত্তারক্ষীরা গেটে দাঁড়িয়ে খোশগল্প করছেন। দোতলা ও তিনতলায় জুতা, কসমেটিক্স ও বিভিন্ন গার্মেন্টস সামগ্রীর দোকানগুলোতে বসে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দু-একজন ক্রেতাকে দোকানের পাশ দিয়ে হেঁটে যেতে দেখলেই দোকানিরা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

দোতলায় এপেক্স জুতার দোকানের এক কর্মচারী জানান, ঈদের পর প্রায় এক সপ্তাহ দোকান বন্ধ ছিল। বন্ধর পর দোকান খুললেও ক্রেতার দেখা নেই। সারা দিনে কয়েক জোড়া জুতা বিক্রি করতে পারেন না বলে জানান তিনি।

আর টু স্কয়ার নামক গার্মেন্টস সামগ্রী বিক্রেতা জানান, ঈদের আগে ক্রেতাদের ভিড়ে দম ফেলার সময় ছিল না। আর এখন বসে বসে মাছি মারা ছাড়া আর কোনা কাজ নেই। এবারের ঈদে বেচাকেনা খুব ভালো হয়েছে। এখন আসন্ন ঈদুল আজহার ঈদের বিক্রির জন্য নতুন পোশাক তুলছেন বলে জানান তিনি।

রাজধানীর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, সেখানেও ক্রেতা সংখ্যা খুবই কম। দোকানিরা জানান, যারা কোনো কারণে ঈদের আগে কেনাকাটা করতে পারেনি, কিংবা কম করেছেন তারাই এখন মার্কেটে ঢুঁ মারছেন। তবে তারা দেখছেন বেশি, কিনছেন কম।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official