28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দু’দফা তারিখ বদলের পর অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীগঞ্জ পৌরসভা।

বুধবার (২৬ জুন) সকালে থেকে মধুগঞ্জ বাজার থেকে শুরু করে কালীবাড়ি মোড় হয়ে মুরগীহাটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

সকালে শহরের মেইন রোডের বাজারের প্রবেশের মুখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের আগের দিন রাতে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেয়। সকালে ছন্দা সিনেমা হলের পাশে হাজী শামসুদ্দীন সুপার মার্কেট, জনতা ব্যাংক মোড়ের উপর বাড়তি অবৈধ স্থাপনাগুলি স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া শহরের আলোচিত হাটচাঁদনী মোড়ের রাস্তার উপর নির্মাণ করা ফরিদ মিয়ার বিল্ডিং ভেঙ্গে দেয় পৌরসভা।

কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বাজারের মধ্যে দিয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মাদরাসা, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙ্গা ভুষণ বালিকা বিদ্যালয় ও হাসপাতালে শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচল করতে হয়। কিন্তু অবৈধ স্থাপনার জন্য সেখানে যানজট লেগেই থাকে।

এ ছাড়া প্রতি শুক্র ও সোমবার হাটবারের দিন ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচল করতে চরম ভোগান্তি পেতে হয়। বড় গাড়ি প্রবেশ করে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। এ বিষয়ে উপজেলা আইন শৃংখলা সভায় একাধিকবার বিষয়টি উত্থাপিত হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের দুই মাস আগে শহরে মাইকিং করা হয়। যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদের অবৈধস্থাপনা গুলি ভেঙ্গে দেয় পৌরসভা।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official