27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

গাধার দুধের কেজি ৭৯ হাজার!

চিজ স্যান্ডুইচ, চিজ বার্গার, চিজ দিয়ে এমন কত রকম খাবার আমরা খাই। অনেকে আবার বাড়িতে চিজ কিনে রাখেন খাবেন বলে। কিন্তু চিজের দাম যদি ৭৯ হাজার টাকা প্রতি কেজি হয়, তাহলে তা আর কয়জন খাবেন। অবিশ্বাস্য মনে হলেও প্রতি কেজি চিজের দাম প্রায় ৭৯ হাজার টাকা। কারণ, এটা তো কোনো সাধারণ চিজ নয়, এ চিজ তৈরি গাধার খাঁটি দুধ দিয়ে।

এই চিজ সব জায়গায় পাওয়া যায় না। সার্বিয়ার সেরা চিজ প্রস্তুতকারী স্লোবোদান সিমিচ তৈরি করে এটি। বলকান প্রজাতির গাধার দুধ থেকে তৈরি এই চিজ। যা ঘন, সাদা আর ঘ্রাণও বেশ কড়া।

উত্তর সার্বিয়ার জাসাভিচার এলাকার একটি খামারে ২০০ টির বেশি বলকান গাধার দুধ থেকে বছরে প্রায় ১৫ কেজি চিজ তৈরি হয়। এই চিজ মূলত এখানে আসা পর্যটকরা কিনে নিয়ে যান।

এই চিজ প্রস্তুতকারী স্লোবোদান সিমিচ জানান, বলকান গাধার দুধ থেকে তৈরি এই চিজ উচ্চ পুষ্টিগুণ আর ওষধিগুণ সম্পন্ন। অ্যালার্জি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই। তাই যাদের গরুর দুধে সমস্যা হয়, তারা সহজেই গাধার দুধ খেতে পারেন।

বলকান গাধার দুধ থেকে চিজ ছাড়াও প্রসাধনী তৈরি হয়। স্লোবোদান সিমিচ আরো জানান, বলকান গাধা দিনে ১ লিটারেরও কম দুধ দেয়। তাছাড়া, বলকান গাধার দুধে কেসিন নামের প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে।

তাই এই দুধ দিয়ে চিজ তৈরি করা বেশ কঠিন। তবে চিজের দামটাও তো কম নয়! বলকান গাধার দুধ থেকে তৈরি ১ কেজি চিজের দাম ১,০০০ ইউরো যা প্রায় ৭৮,৭৮০ টাকা।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official