এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু

চলন্ত ট্রেনে ছোড়া পাথরে শিশু যাত্রী আহত

ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আহত হয় লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মনিরা খাতুন (৮)। চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে মনিরা খাতুন (৮) নামের এক শিশু যাত্রী আহত হয়েছে। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। গতকাল বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী ৭২ ডাউন যাত্রীবাহী ট্রেন হাতীবান্ধা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

আহত মনিরার দাদা সোলায়মান আলী বলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুরে মনিরার নানার বাড়ি। সেখান থেকে সে তাঁর (দাদা) সঙ্গে বাড়িতে ফিরছিল। লালমনিরহাট-বুড়িমারী রেলের হাতীবান্ধা এলাকায় কে বা কারা ট্রেনের জানালা লক্ষ্য করে পাথরের ঢিল ছোড়ে। এতে জানালার পাশে বসে থাকা মনিরার বাঁ কানে আঘাত লাগে। পরে আদিতমারী রেলস্টেশনে নেমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঢিল ছোড়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হলে রেলওয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চলন্ত ট্রেনে ঢিল বা পাথর ছোড়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য রেল বিভাগের পক্ষ থেকে সব সময় প্রচার চালানো হয়, তারপরও এমন দুঃখজনক ঘটনা ঘটে। এটা যে রেলওয়ে আইনের ১২৬ ও ১২৭ ধারা অনুযায়ী একটা অপরাধ, সেটা অনেকেই জানে না।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official