ক্রমশ তলানিতে ঠেকছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। এরই মধ্যে ট্রাম্পকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী উই ফেং। ওয়াশিংটনকে সোজা নির্দেশ, তাইওয়ানের দিকে হাত বাড়িও না।
রবিবার চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের নিরাপত্তা নিয়ে কোনও আপোষ করবে না চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ গোটা বিশ্বের জন্য ধ্বংস ডেকে আনবে।
সিঙ্গাপুরে সাংরি-লা বৈঠকে উই ফেং বলেন, কোনও রকম আগ্রাসন হলে শেষপর্যন্ত লড়াই করবে চীন। কেউ যদি চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক খারাপ করতে চায় তবে প্রয়োজন হলে জোর করে তাইওয়ান দখল করবে চীন।
তাইওয়ানকে পবিত্র ভূমি বলে মনে করে চীন। দেশটিকে চীনের সঙ্গে পৃথক করে রেখেছে তাইওয়ান উপসাগর। এই সুযোগে তাইওয়ানকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তার মন জয় করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এতেই ক্ষুব্ধ চীন।
এশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা সম্মেলন সাংরি লা-তে এবার প্রথম যোগ দিল চীন। উই ফেং বলেন, এই মহাদেশে শান্তির জন্য পরিচালিত হয়ে থাকে চীনা সেনা বাহিনীর কর্মকাণ্ড। তবে দেশের প্রয়োজনে পাল্টা হামলা করতেও পিছপা হবে না চীন।