28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

চুরির অপবাধে স্কুল ছাত্রের হাত-পা ভেঙ্গে দিলো দোকানদার

লক্ষ্মীপুরের রামগতিতে টাকা চুরির অপবাধ দিয়ে নিজাম উদ্দিন নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ এক খেলনা দোকানদারের বির”দ্ধে। আহত অবস্থায় ওই ছাত্রকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সে উপজেলার চরসেকান্তর সফিক একাডেমীর ৮শ শ্রেনীর ছাত্র ও রামগতি পৌরসভার চর-হাসান-হোসেন এলাকার আশরাফ আলীর ছেলে।

এদিকে আহত নিজাম উদ্দিনের হাত-পাঁ ভেঙ্গে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক, তার উন্নত চিকিৎস্যার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ সুজনা বেগম।

আহত স্কুল ছাত্রের বাবা আশরাফ আলী জানান, রামগতি পৌরসভার হাসান-হোসেন এলাকার খায়ের মাঝির খেলনা দোকান থেকে বুধবার বিকেলে কেবা কারা ১৫০ টাকা চুরি করে নিয়ে যায়। ওই টাকা চুরির অপবাধ দিয়ে স্থানীয় নুড়িয়া হাজিরহাট বাজার থেকে ওইদিন রাত ৯টার দিকে খায়ের মাঝি,তার ছেলে মনির হোসেন ও আবদুল করিম নিজাম উদ্দিনকে তার বাড়িতে ধরে নিয়ে যায়। পরে ঘরের ভিতর আটকিয়ে হাত-পা বেধে ও মুখে কসটিভ লাগিয়ে মারধর করে।

এক পর্যায়ে একটি হাত ও পা ভেঙ্গে দেয় তারা। পরে গুরুত্তর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে তাদের ভয়ে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা চালায় পরিবারের লোকজন। তার অবস্থায় অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্্ের ভর্তি করা হয়। নিজাম উদ্দিনের অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়।মিথ্যা অপবাধ দিয়ে পরিকল্পিতভাবে খায়ের মাঝি ও তার দুইছেলে বেদম পিটিয়ে নাজিম উদ্দিনের হাত-পা ভেঙ্গে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানিয়েছেন স্বজনরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official