28 C
Dhaka
জুলাই ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

জল্পনা কল্পনা শেষে আ’লীগের টিকেট পাচ্ছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ!

শেখ সুমন:

আগামী ৩০ শে জুলাই ২০১৮ ইংরেজি তারিখে কোনও আইনগত সমস্যা না থাকলে অনুষ্ঠিত হবে বরিশাল সিটিকর্পোরেশনের ( বি.সি.সি .) নির্বাচন। নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা করতে পারে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং বিএনপি।

ইতিমধ্যেই  আওয়ামীলীগের আলোচনায় শির্ষবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ’র ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল একটি গুরুত্বপুর্ন নির্বাচনী এলাকা। গত নির্বাচনে বরিশালে বিএনপি জামায়াতের বিভিন্ন অপপ্রচারের কারনে আ’লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন দলের উচ্চনেতারা। কিন্তু এবার বরিশাল নগর বাসির সেই ভুল ভেঙ্গেগেছে। বিগত দিনে বরিশাল ছিল বিএনপি-জামায়াতের ঘাটি। বর্তমানে বরিশালে উন্নয়ন আর দলটি শক্ত এবং অভিজ্ঞ লোকদের পরিচালনায় বরিশাল এখন আ’লীগের ঘাটি হয়েছে।

Image may contain: 2 people, people standing and flower

রনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের হাইকমান্ডে ব্যপক আলোচনায় রয়েছে বলে জানাগেছে ।কেন্দ্রসূত্রে জানাযায়, এবারের নির্বাচনে বরিশাল সিটি মেয়র আ’লীগের প্রার্থীকেই জয় করতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে নিয়ে বেশিই আলোচনায় আসছে।

তার মধ্যে এমন কয়েক জনেই বলেন বর্তমানে বরিশালে রাজনীতিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনেকটাই এগিয়ে আছেন এবং বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সবাই ভালবাসে। বরিশাল মহানগর আলীগের কমিটিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করার পর সে সংগঠনকে শক্ত করে ধরে রেখেছেন। এখন রাজনীতিতে তার অবদান অনেক বেশি। তবে নিশ্চিত পাবেন কিনা সেটি নির্ভর করবে নির্বাচনের আগমুহূর্তের সিদ্ধান্তের ওপর।

সিটি নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তাকে নিয়ে এমন ব্যাপক আলোচনায় রয়েছেন নীতিনির্ধারকরা। বরিশালের আ’লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জয় করার চিন্তা করছেন। এবিষয়ে দলটির বিভিন্ন নেতারাও জানিয়েছেন, বাংলাদেশ আ’লীগ মানেই উন্নয়ন, এই উন্নয়নকে ধরে রাখতে যোগ্যতা, জনপ্রিয়তা এবং মেধা ও তরুনদের দরকার। সেই চিন্তা ভাবনায় বরিশালের মেয়র পদটি দলীয় টিকিট দেওয়া হবে এমন একজনকেই যার সকল যোগ্যতা আছে।

এবিষয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মেয়র পদে নির্বাচন করতে চাই এটা ঠিক। কিন্তু কেন্দ্র থেকে আমাকেই দলীয় মনোনয়ন দিচ্ছেন তা আমি এখনো সঠিক জানিনা। যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করতে পারি তাহলে ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।

নির্বাচনী বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহা: পলাশ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,   বরিশালবাসীর স্বপ্নস্রষ্টা মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক”দক্ষ ও পরিশ্রমী  সুসংগঠক, যার নেতৃত্বে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড এর সকল তৃনমুল নেতাকর্মী আজ একতাবদ্ধভাবে নৌকার জয় দেখতে চায়,,সে আমাদের অভিভাবক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যাতিত অন্য কোনো প্রার্থী মাঠেই তো নেই। এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ সহ সহযোগী সকল সংগঠনের কোনো নেতা কর্মি বসন্তের কোকিল নামক হাইব্রীড, ওয়ান ইলেভেন এ সুবিধাভোগীকে নৌকার কান্ডারী হিসেবে কখনোই মেনে নিতে পারবেনা ।  ইতিমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন সাদিক আব্দুল্লাহ। নগরীর মজুর,যুবার,আবাল,বৃদ্ধা,বনিতা,ছাত্র,শিক্ষক সবাই এখন সাদিক আব্দুল্লাহকে এক নামে চেনেন।যুবসমাজের কাছে এক আলোচিত নাম সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। যে কারনে সবাই মনে করছে যে, বিএনপি অধ্যুষিত এই এলাকায় সাদিক আব্দুল্লাহ ব্যাতিত অন্য কেউ আঘাত হানতে পারবেনা।

Image may contain: 34 people, people smiling, crowd and outdoor

অপরদিকে দেখা যাচ্ছে বরিশালে মেয়র নির্বাচন আসার আগেই সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’কে নিয়ে নির্বাচনী হাওয়া বইছে পুরো বরিশালজুড়ে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে সবার মুখে একটাই গল্প এবারের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাই হবে। সাধারণ জনগনের কাছে নির্বাচনী আগাম মতামতের জন্য জানতে চাইলে তারা বলেন বর্তমানে যোগ্যপ্রার্থী এবং মেধাবী তরুন সাদিক আব্দুল্লাহ মেয়র হলে বরিশাল বাসী ফিরে পাবে উন্নয়নের নতুন যৌবন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official