ব্রিটিশ রাজকুমার চার্লস বৃহস্পতিবার ঘুরে এলেন জেমস বন্ড সিরিজের পরের সিনেমা ‘বন্ড ২৫’ এর সেটে। সেখানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা ড্যানিয়েল ক্রেগ-সহ অনেকে।
পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, ওই সময় শিল্পীদের সঙ্গে চার্লসের পরিচয় করিয়ে দেন ক্রেগ। সেটে ছিলেন পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, অভিনয়শিল্পী নাওমি হ্যারিস, লাশানা লিঞ্চ ও র্যালফ ফিনেস।
বেন্টলি কারে চড়ে পাইনউড স্টুডিওতে হাজির হন প্রিন্স চার্লস। তিনি অস্টিন মার্টিন কারের ভক্ত। এ ধরনের একটি ক্ল্যাসিক গাড়ি ব্যবহার হচ্ছে ‘বন্ড ২৫’-এ। ওই গাড়ির সামনে দাঁড়িয়ে ক্রেগের সঙ্গে ছবি তোলেন চার্লস। অস্টিন মার্টিনের প্রতি মুগ্ধতার কথা স্মরণ করিয়ে দেন ওই সময়।
হ্যারি পটার সিনেমায় ভল্ডেমর্ট চরিত্রে অভিনয় করেছিলেন র্যালফ ফিনেস। সেই প্রসঙ্গ তুলে চার্লস জানান, বন্ড সিনেমায় দেখা যাবে আসল র্যালফ ফিনেসকে।
এর আগে ‘পিংক প্যান্থার’ সিরিজের একটি সিনেমার সেটে গিয়েছিলেন চার্লস। সেই কথাও জানান।
২০১২ সালে একটা ছোট দৈর্ঘ্যের ছবির ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ক্যামিও রোলে ছিলেন প্রিন্স চার্লস। সেখানে বন্ড গার্ল হিসেবে দেখা দেন তার মা রানি এলিজাবেথ। মূলত অলিম্পিক উপলক্ষে জনপ্রিয় স্পাই সিরিজের প্যারোডি করেন তারা।
এ দিকে মে মাসে ড্যানিয়েল ক্রেগ আহত হওয়ার কারণে স্থগিত হয়েছিল সিনেমাটির দৃশ্যায়ন। চিকিৎসা শেষে তিনি আবার সেটে যোগ দিলেন।
২০০৫ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে বন্ড সিরিজে যুক্ত হন ড্যানিয়েল ক্রেগ। ওই সিনেমার দৃশ্যায়নের সময় তার দুটি দাঁত পড়ে যায়। এ ছাড়া ‘কোয়ান্টাম অব সোলাস’-এর সেটে কাঁধের পেশি পুড়ে যায়, আঘাত পান পাঁজরে।
এই নিয়ে পঞ্চমবারের মতো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের আইকনিক চরিত্রে অভিনয় করছেন তিনি। সঙ্গে আরও থাকছেন আনা ডে আরমাস, ডালি বেনসালা ও বিলি ম্যাগনুসেন। ভিলেন চরিত্রে আছেন এবার সেরা অভিনেতার অস্কার জেতা রামি মালিক।
শুটিং লোকেশনের মধ্যে রয়েছে জ্যামাইকা, নরওয়ে, লন্ডন ও ইতালি।
শুরুর দিকে ‘বন্ড ২৫’ নির্মাণের কথা ছিল ড্যানি বয়েলের। পরে প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে মতানৈক্যের সূত্রে ছবিটি ছেড়ে দেন। এ কারণ ২০১৮ সালের অক্টোবর থেকে পিছিয়ে মুক্তির তারিখ ফেলা হয় ২০২০ সালে।
বর্তমান পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা এর আগে বেশ কয়েকটি প্রশংসিত প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে আছে এইবিও’র জনপ্রিয় সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর প্রথম সিজন। আরও আছে নেটফ্লিক্স অরিজিনাল ম্যানিয়াক, সিনেমা সিন নমব্রি, জেন আয়ার ও বিস্টস অব নো নেশন।
ক্রেগ অভিনীত অন্য দুই বন্ড সিনেমার মধ্যে রয়েছে স্কাইফল ও স্পেক্টা। শেষ সিনেমাটির পর ২০১৫ সালে জানান, জেমস বন্ড সিনেমায় তাকে আর দেখা যাবে না। আরও বলেছিলেন, তার হাত কেটে ফেললেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। কিন্তু ২০১৭ সালের আগস্টে মত পরিবর্তনের ঘোষণা দেন। সেই হিসেবে ‘বন্ড ২৫’ হতে যাচ্ছে এ সিরিজে তার শেষ সিনেমা। আর মুক্তির আগে ছবিটির নাম পরিবর্তন হবে।
সবকিছু পরিকল্পনা মতো এগোলে মুক্তি পাবে ২০২০ সালের ৮ এপ্রিল।