প্রতারণার মাধ্যমে ৯ লাখ ৫২ হাজার ৬শ ৯৪ টাকা আত্মসাতের অভিযোগে বিসিসির ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজি মনিরুল ইসলাম সহিদেও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৮ জুন মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একই ওয়ার্ডেও ইছাকাঠি এলাকার মৃত কাশেম আলী ফকিরের ছেলে আনিসুর রহমান ফকির মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, বাদীর পিতা ২০১৬ সালের ২ নভেম্বর মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে বাদীকে নমিনি করে অগ্রণী ব্যাংক কাশিপুর শাখায় ৯ লাখ ৯২ হাজার ৬শ ৯৪ টাকা রাখেন। মৃত্যুর পরে কাউন্সিলর সহিদ ওই টাকা বাদীর বোনের অধিকার আছে বলে দুইটি চেকের মাধ্যমে ৯ লাখ ৯২ হাজার ৬শ ৯৪ টাকা আত্মসাত করেন।
২০১৭ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় বাদী ও তার বোনকে সাথে নিয়ে কাউন্সিলর সহিদের বাড়ি গিয়ে টাকার কথা জানতে চাউলে বাদীকে গালি গালাজ করে বাড়ি থেকে বের করে দেন। পরে বাদী বিমান বন্দর থানায় সিআর ৯৩/১৮ মামলা দায়ের করেন। টাকা ফেরত দেয়ার কথা বলে মামলা তুলে নেয়ার জন্য প্রস্তাব দেন কাউন্সিলর সহিদ।
পরে একই বছর ১৪ নভেম্বর ৪০ হাজার টাকা ফেরত দেয় কাউন্সিলর সহিদ। বাকী ৯ লাখ ৫২ হাজার ৬শ ৯৪ টাকা ফেরত দেয়ার কথা বলে ঘুরাইতে থাকে। এ ব্যাপারে ২০১৯ সালের ১২ মে কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম সহিদের বিরুদ্ধে আইনী নোটিশ প্রেরণ করেন। এরপর গত ১৪ জুন বাদীকে খুন জখমের হুমকি দেয় কাউন্সিলর সহিদ। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন আনিসুর রহমান।