স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২ মে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার।
আবু জাফর হাওলাদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদীবন্দরে ২ নম্বর আবহাওয়া সংকেত থাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান আবু জাফর হাওলাদার।