স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ঈদ ছূটি শেষ। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ কাজকর্ম শুরু হয়েছে।
ঈদের আগে বরিশাল নগরীতে শিশুদের জন্য বিনোদনের পার্ক গ্রীন সিটির সংস্কার করা হয়।
সংস্কার শেষে ঈদের পূর্বমুহুর্তে পার্ক টি শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উন্মুক্ত গ্রীন সিটি পার্কে শিশুরা খেলতে পেরে অনেক আনন্দিত।
বর্তমান সময়ের বরিশাল সিটি করপোরেশনের এর জনপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নিজ তত্তাবধানে সংস্কার হয় গ্রীন সিটি পার্কের।
তাই ঈদ শেষে গতকাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ আবারও নিজে যান গ্রীন সিটি পার্কের পরিদর্শনে।
এসময় তিনি বঙ্গবন্ধু উদ্যান ও পরিদর্শন করেন।