প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমেদ আর নেই। রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মমতাজউদদীন আহমেদ-এর ভাগিনা শাহরিয়ার মাহমুদ প্রিন্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আইসিইউ’তে নাট্যকার মমতাজউদদীন আহমদ
জানা যায়, বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মমতাজউদদীন আহমদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এর আগে তিনি একাধিকবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন।