বুধবার , ২৯ জুন ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

নামাজে গিয়ে নিখোঁজ, ৩ ঘণ্টা পর পুকুরে মিলল লাশ

প্রতিবেদক
banglarmukh official
জুন ২৯, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের তিন ঘণ্টা পর মসজিদের পুকুরে মিলেছে ১৪ বছর বয়সী আরিফুল ইসলাম মিরাজের লাশ।বুধবার সকাল ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মিরাজ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়ির জাহিদ মিলনের ছেলে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি মিরাজ। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ বলেন, ছেলেটি মৃগী রোগী ও প্রতিবন্ধী ছিল। নামাজের অজু করতে গিয়ে হয়তো ঘাটলায় পড়ে পুকুরে ডুবে যায়। বিষয়টি কেউ দেখেনি। পরে রাতে ভেসে ওঠার পর স্থানীয়রা লাশ উদ্ধার করে। নিহতের বাবা জাহিদ মিলন বলেন, আমার ছেলে নামাজের অজু করতে গিয়ে পুকুরে পড়ে গেছে। অল্প বয়সে আল্লাহর ইচ্ছায় তাকে চলে যেতে হয়েছে। আমার কোনো অভিযোগ নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক