26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন

নড়াইলের পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না: ঈদ খরচ দিবে পুলিশ সুপার

নড়াইলের পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, তাদেরকে ঈদ খরচ দিবেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নিজেই। গণমাধ্যমকর্মীদের সাথে শনিবার (১ জুন) সকাল ১০টায় নিজ কার্যালয়ে এমনটাই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব। আগামীকাল থেকে নড়াইল জেলার প্রত্যেকটি থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্পে কর্মরত সকল পুলিশ সদস্যের ঈদের খরচ যার যার কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও কোনো পুলিশ সদস্য যদি পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত ঈদ খরচ না পায় তাহলে সাথে সাথে পুলিশ সুপারকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন, যেহেতু আমি নিজ উদ্যোগে প্রত্যেক পুলিশ সদস্যকে ঈদ খরচ দিচ্ছি সেহেতু কোনো পুলিশ সদস্য যদি অন্যের কাছে হাত পাতে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official