ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকা থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-মোছা. তহমিনা আক্তার তাহমিনা, মো. জামাল মৃধা, মো. সেলিম হোসেন। এদের মধ্যে তাহমিনা ও জামালের বাড়ি ফরিদপুর শহরে। আর সেলিমের বাড়ি যশোরের ঝিকরগাছায়।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বুধবার প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোয়ালচামট ১ নম্বর সড়কের ফারহানা ভিলা নামক বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাহমিনা, জামাল ও সেলিমকে আটক করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফারহানা ভিলার একটি কক্ষ থেকে আরও ৮৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নয়টি সিমকার্ড, চারটি মোবাইল সেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। চক্রটির অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।