বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গভীর রাতে পরিবারের চারজন কে এলোপাতাড়ি কুপিয়ে ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে যায়।
২৫ জুন আনুমানিক রাত ১ টা থেকে ২টার মধ্যে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ০৮ নং ওয়ার্ডস্থ (বড় বাড়ি) প্রায় ৮/১০ জন অজ্ঞাত লোক ঢুকে অতর্কিতভাবে ঘরে থাকা ১। মোঃ শাহীন আজাদ(৪২), পিতাঃ মৃত আব্দুল মালেক, ২। শাহেদা বেগম(৬৫), স্মামীঃ মৃত আব্দুল মালেক, ৩। পারভিন(৩৩), স্বামীঃ শাহীন আজাদ, ৪। প্রিন্স (১৬) পিতাঃ শাহীন আজাদ দের উপর ধারালো দা,বগি ও লাঠি দিয়ে গুরুতর আঘাত করে ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা আনুমানিক ১০ ভরি স্বর্ন ও জামা কাপড় সহ জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা বলেন ডাকাত দল যখন হামলা শুরু করে তখন শাহিন আজাদ সহ সকলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কিন্তু ডাকাতদের ভয়ে কেউ উদ্ধার করতে আসে নাই, তখন সিপন নামে একজন ডাকে সারা দিলে ডাকাতরা তাকে প্রাণনাশের হুমকি দিলে সে সরে যায়, শাহিন আজদকে জবাই এর জন্য গলায় রামদা ধরলে তার স্ত্রী পারভীন ডাকাতের পা ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চায়।
ডাকাতরা চলে যাওয়ার পর এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাথরঘাটা থানা পুলিশকে খবর দিলে এসআই(নিঃ) মোঃ আলি হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে ভিকটিমদের আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। এর মধ্যে ভিকটিম ১।
শাহীন আজাদ(৪২), ২। শাহেদা বেগম(৬৫), দুজনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম বরিশাল হাসপাতালে প্রেরন করেন। প্রমান স্বরূপ ডাকতরা তাদের ব্যাবহৃত একটি টর্চ লাইট ফেলে যায়, অজ্ঞাত ডাকত দলের কোন সদস্যকে আটক করা যায়নি।


















