বরগুনার পাথরঘাটা উপজেলায় রিক্সা কিনে না দেয়ায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে জাকির হোসেন (১৪) নামে এক কিশোর।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন পৌরসভার ৭-নম্বর ওয়ার্ডের পাথরঘাটা স্টেডিয়ামের পশ্চিম পাশের এলাকার মো. শামসুল হক মাঝির ছেলে।
আহতের বড়ভাই ইমাম হোসেন জানান, জাকির কিছুদিন আগে রিক্সা কিনে দেয়ার কথা বলে আমাকে। জাকিরের ওপেন হার্ট সার্জারি করা, তাই তাকে বলেছিলাম রিকশা না কিনে দোকান করে দিই।
দোকানের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাবে সে। রিক্সা কিনে না দেয়ায় আমাদের সঙ্গে অভিমান করে জাকির। বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, জাকিরের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাকিরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে, তার অবস্থা গুরুতর।