28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরগুনায় চিকিৎসকে মারধর: মৃতের স্বজনদের বিচার চাইলেন বরিশালের চিকিৎসকরা

বরগুনা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: মশিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসকরা।

আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল জেলা বিএমএ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় ডা: মশিউর রহমানের ওপর হামলাকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন বক্তারা।

তারা বলেন, চিকিৎসকদের এখন নিরাপত্তা নেই। কারণে-অকারণে তার হামলার শিকার হচ্ছেন। চিকিৎসকদের যদি সমাজ সম্মান দিতে না পারে তাহলে এ দেশে ভালো চিকিৎসা সম্ভব নয়। বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের যে অর্জন সেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর এসব কিছুই এসেছে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের হাত ধরে। তাই চিকিৎসকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন।

বক্তব্য রাখেন, বিএমএ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্টরস্ এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সৈরভ সুতার, সাধারণ সম্পাদক নূরুন্নবি তুহিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তফা কামাল, ডাঃ শিরিন সাবিহা তন্নি, ডাঃ বিপ্লব কুমার প্রমুখ।

উল্লেখ্য, ১৯ জুন (বুধবার) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে আব্দুল্লাহ (১৪) নামের এক রোগী ভর্তি হয়। সে বরগুনা জেলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বমির পাশাপাশি আব্দুল্লাহর রক্তচাপ আকস্মিকভাবে কমে আসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান।

অসুস্থ আব্দুল্লাহকে বরিশাল না নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে অবস্থান করায় রাত ১২টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।

এর পরপরই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় লাঞ্ছিত চিকিৎসক ডা. মশিউর রহমান বাদী হয়ে গত ২১ জুন মৃত আব্দুল্লাহর বড় ভাই সাইফুল ইসলামসহ অজ্ঞাত আরো চারজনের বিরুদ্ধে একটি মামলা করলে ১ জনকে আটক করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official