বরিশাল নদীবন্দর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ বাদলকে আটক করেছে নদীবন্দর এলাকায় টহলরত বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপত্তা শৃঙ্খলা ও যানজট নিরসণের দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপির ২০ সদস্যের প্লাটুন কমান্ডার শ্রী সঞ্জিব সিংহ এবং বরিশাল নদীবন্দরে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তীকালীন বিশেষ ডিউটিতে লঞ্চ যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুবিধার্থে ঈদ পরবর্তীকালীন ৭ (সাত) দিনের বিশেষ ডিউটিতে মোতায়েন ৩০ জন আনসার-ভিডিপি সদস্যদের প্লাটুন কমান্ডারের দায়িত্বে থাকা মোঃ সুমন মূলত এদের সম্মিলিত চেষ্টা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই আটক করা সম্ভব হয়েছে এই ছিনতাইকারী চক্রের মূল হোতা বাদলকে।
প্লাটুন কমান্ডার সঞ্জিব জানায়- আমি এবং নদীবন্দরে কর্তব্যরত প্লাটুন কমান্ডার সুমন, বরিশাল নদীবন্দর এলাকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা বাদলের গতিবিধি ও চলাফেরা সন্দেহ জনক মনে হলে আমরা বাদলকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে ছিনতাইকারী বাদল নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। তখন আমাদের সন্দেহ আরো ঘনিভূত হওয়ায় বাদলকে আটক করে বরিশাল নদীবন্দরের অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাই।
তিনি বলেন- সেখানে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ও ডিপি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোঃ বাদল তিনি ছিনতাইকারী চক্রের মূল হোতা। বাদলের নামে ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আটক করার পরে বাদলকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সোপর্দ করা হয়।
বাদলকে আটকের সাহসি অভিযানে বরিশাল নদীবন্দরে টহল ডিউটিরত প্লাটুন কমান্ডার সঞ্জিব সিংহ ও মোঃ সুমন কে সহায়তা করে বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্য উজ্বল, শ্রী নারায়ন ও নৌ-বন্দর বরিশালে কর্তব্যরত আনসার-ভিডিপি সদস্য মোঃ শামীম হাওলাদার।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার- বলেন র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি লঞ্চ যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় নদীবন্দরে পিসি মোঃ সুমনের নেত্বত্বে ৩০ জন আনসার সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যে প্রতিদিন যাতায়াতকৃত লক্ষাধিক লঞ্চ যাত্রীদের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় সাহসি ও প্রসংশনীয় ভূমিকা রাখায় সকল আনসার-ভিডিপি সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও ঐ সময় অত্র নদীবন্দর পরিদর্শনে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা, উপজেলা প্রশিক্ষক এ.কে.এম মোঃ ইদ্রিস হোসাইন। সার্বিক তদারকির দায়িত্বে আছেন উপ-পরিচালক ও বরিশাল জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি শেখ ফিরোজ আহমেদ।