বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কের মুখে অটো রিক্সার ধাক্কায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছেন তার পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারীরা। আহত ফল ব্যাবসায়ী ভোলা ভেদুরিয়া গ্রামের মোঃ সাদেক রহমানের ছেলে মিজানুর রহমান। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় সামনে ফলের ব্যবসা করেতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন মিজান বিশ্ববিদ্যালয় বরিশাল-পটুয়াখালী সড়ক অতিক্রমকালে দ্রুত বেগে আসা একটি অটো রিক্সার সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লে তার মাথায় প্রচন্ড জখম হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছেন।
















