ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না কলেজছাত্র তাওহিদুল ইসলামের (২২)। মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে তার প্রাণ।
বুধবার (০৫ জুন) ঈদুল ফিতরের দিন দুপুর ২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিয়ামতি গ্রামের আব্দুস ছালাম মৃধার ছেলে তাওহিদুল ঢাকার একটি কলেজে পড়াশোনা করতেন। ঈদের ছুটিতেই তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলেন।
স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস জানান, ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় তাওহিদুল।
‘পরে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাওহিদুলকে মৃত ঘোষণা করেন।
এছাড়া বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

















