বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল বাজারের ব্যাবসায়ী মোঃ ইসমাইল ভান্ডারী (৭৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সকাল ৮ টার দিকে তার নিজের দোকান থেকে মরদেহ উদ্ধার করেন বন্দর থানার পুলিশ ।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এস. আই মোঃ মামুন জানান- সকালে স্কুলের ছাত্রছাত্রীরা তার কাছে খাবার জিনিস কিনতে যায় তখন ছাত্রছাত্রী তার সাথে কথা বললে সে কোন উওর দেয়নি।
ঐ সময় ছাত্রছাত্রীরা এলাকাবাসীকে বিষয়টি জানালে তখন স্থানীয় লোকজন জড়ো হয় এবং তারা দেখতে পায় ইসমাইল ভান্ডারী সে বসা অবস্থায় মারা গেছে।
এ বিষয়ে এলাকাবাসীও বন্দর থানার এস.আই মোঃ মামুন বলেন- মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং সে দীর্ঘদিন যাবত হাপানি ও শ্বাসের রোগে আক্রান্ত ছিলেন।