বরিশাল নগরের আমানতগঞ্জে রিক্সা চালক সালাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বৃষ্টির মধ্যে দাড়িয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার (১১ই জুন) সকাল সাড়ে ১০টায় একর্মসূচী পালন করেন তারা। এসময় সালামের হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে বক্তব্য রাখেন সালামের স্ত্রী ও মামলার বাদী লিপি বেগম,সালামের শিশু কণ্যা নদী, শিশু আকাশ,মুন্নি বেগম,সালামের ফুফু সেলিনা বেগম ও স্থানীয় যুব সমাজ সেবক আলম।
পরে তারা নগরের কালিবাড়ি রোডস্থ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র কাছে রিক্সাচালক সালাম হত্যার সুষ্ট তদন্ত সহ বিচারের দাবি করেন।
উল্লেখ্য ৭ই জুন সকালে আমানতগঞ্জ মুরুগর ফার্ম সংলগ্ন নির্মানাধীন মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের পাশের পুকুর পাইলিংয়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্বার করে কাউনিয়া থানা পুলিশ।
এব্যাপারে সালামের স্ত্রীয় শনিবার রাতে এজাহারে তিনজনের নাম উল্লেখ করা সহ আরো ৪/৫ জন অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের একদিনের মধ্যে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা এজাহারভূক্ত আসামী ও টাউনস্কুল রোডের বাসিন্দা শাহজাহান খানের ছেলে মেহেদী খান রাব্বি (২৫)কে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।