স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বাস এ বাঁশ! এ এক নতুন সংযোজন। নির্মানাধীন ভবনে রডের পরিবর্তে বাঁশ দেয়া দেখেছেন অনেকে। এবার আমরা দেখাবো বাস এ বাঁশ।
বিআরটিসি’র বাস সার্ভিসে চাটাইয়ের বেড়া দেয়া ইঞ্জিনচালিত চাকাওয়ালা নতুন সংযোজন এই বাস টি।
এই চাটাই বাঁশ দেয়া বাস টি বরগুনা- খুলনা রুটে চলাচল করবে।