বয়সসীমা না করে ধারাবাহিক কমিটির দাবিতে ফের অনশন কর্মসূচি করছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকাল ১১ টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসেছেন ছাত্রদলের সাবেক নেতারা।
যুবলীগ নেতাকে পেটাতে পেটাতে হাসপাতালে নিলেন ছাত্রদল কর্মী
ছাত্রদল নিয়ে উভয় সংকটে বিএনপি
অনশনের বিষয়ে ভেঙে দেওয়া ছাত্রদলে কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বাংলাদেশ জার্নালকে বলেন, সার্চ কমিটি বিএনপির সিনিয়র নেতারা তাদের ওপর আস্থা রাখার কথা বলেছিলেন। যে কারণে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু শনিবার পর্যন্ত তাদের দাবির বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তাই রোববার নয়াপল্টন কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জুন মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ায় কারণে অনশন কর্মসূচি করেছেন ছাত্রদলের নেতাকর্মীর। পরে ওই দিন সার্চ কমিটির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। তবে কর্মসূচি স্থগিতের দিন অতিবাহিত হলেও কোন আশানুরূপ ফল না পাওয়ার আবারও অনশনে নেমেছে তারা