25 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ব্যাট হাতে সাকিব এখনও শীর্ষেই

দ্বাদশ বিশ্বকাপে সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো খেলেছেন। ব্যাটে-বলে উজ্জ্বল ওয়ানডে’র বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগেই আবারও এক নম্বর অল-রাউন্ডারের জায়গা ফিরে পান।বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। তারমধ্যে বাতিল হয়েছে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি। বৃষ্টি বাধায় খেলা হওয়া তো দূরে থাক, মাঠে গড়ায়নি টসও।এই ম্য্যাচ বাদ দিলে বাংলাদেশ খেলেছে ৩টি ম্যাচ। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত শুরু। দ্য ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে সাকিব করেছিলেন ৭৫ রান।দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচটিতেও সাকিব খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। এই ম্যাচে সাকিব ছাড়া ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কেউ।কার্ডিফের সোফিয়া গার্ডেনসে তো তুলে নিয়েছেন শতক। এই মাঠে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছিলেন শতরানের ইনিংস। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে খেলেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস।এক ম্যাচ না খেলেও সাকিব এখনও রান সংগ্রাহকের দিক থেকে সবার উপরে আছেন। ৮৮.৬৬ গড়ে মোট করেছেন ২৬০ রান। সাকিবের পরেই আছেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার।চার ম্যাচে একটি শতরানের ইনিংস সহ ৮৫.০০ গড়ে করেছেন মোট ২৫৫ রান। তিন নম্বরে রয়েছেন ৩ ম্যাচে ২১৫ রান নিয়ে ইংল্যান্ডের জেসন রয়।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official