পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন মঠবাড়িয়ায় এ সেমিনারের আয়োজন করে।
এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেয়, ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, প্রধান শিক্ষক রুহুল আমীন,নাছির উদ্দিন,বনিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, ডাক্তার প্রিয়াংকা, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী,সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু প্রমুখ। এতে সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ ভোক্তা সাধারণ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ভোক্তা অধিকার আইনে বর্ণিত বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাজার তদারকির মাধ্যমে উঠে আসা বিভিন্ন অসংগতি এবং একজন ভোক্তা প্রতারিত হলে কীভাবে অভিযোগ দায়ের করবেন সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। সেমিনারে সভাপতি ভোক্তা বান্ধব এ আইনটি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।