অনলাইন ডেস্ক:
বরিশালের মুলাদীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৫) নামের এক গৃহবধূ।
শনিবার (২৯ জুন) দিবাগত রাতে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমক্স থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার চর ডিগ্রি এলাকার ভাড়া বাসায ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করে সে।
নিহত জান্নাত (২৫) স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক হোসেন এর স্ত্রী। তাদের তিন বছর বয়সি একটি কণ্যা সন্তান রয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, প্রায় ১০ বছর পূর্বে হিজলার কাউরিয়া গ্রামের জান্নাতের বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও ডেকোরেটর ব্যবসায়ী ফারুকের সাথে। এরপর গত প্রায় ৮ বছর ধরে তারা মুলাদী উপজেলার চর ডিগ্রি গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতো।
নিহতের স্বামীর বরাত দিয়ে ওসি বলেন, মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর সাথে পারিবারিক কলহ দেখা দেয়। শনিবার সন্ধ্যায়ও এ নিয়ে উভয়ের মধ্যে মুঠোফোনেও ঝগড়া হয়। পরবর্তীতে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাত।
বাড়িওয়ালা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় জান্নাতকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।