27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

শহীদ জননী জাহানারা ইমামের ২৪তম মৃত্যুবার্ষিকী

শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় মিরপুরস্থ শহীদ জননী জাহানারা ইমামেরর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ ঢাকা নগর নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, শাহজাহান কবীর, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, প্রকৌশলী শম্পা বসু, সজল বারৈ, আনোয়ারুল ইসলাম প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলনের সূচনা করেছিলেন, তার ধারাবাহিকায় আমাদের আজকে রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

স্বাধীনতার ৪৮ বছরে ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো পালাক্রমে দেশ পরিচালনা করলেও তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। ফলে জোট মহাজোটের দুর্নীতিগ্রস্থ-দুর্বৃত্তায়িত আদর্শহীন রাজনীতি দেশকে আজ চরম দুর্গতি ও দর্দশার জায়গায় এনে দাঁড় করিয়েছে। তিনি যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সকল সংগঠন নিষিদ্ধ এবং শিক্ষা-সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে মৌলবাদবিরোধী মতবাদিক সংগ্রাম জোরদার করে বিকল্প রাজনৈতিক শক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official