আমতলী(বরগুনা)প্রতিনিধি: আমতলীতে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্য দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবার পরিকল্পনা অফিস কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন ডা.বুলবুল আহম্মেদ , সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, সাংবাদিক মো. জাকির হোসেন, স্যাকমো অনুজ রায় ও ভিজিটর ইশরাত জাহান লিজা প্রমুখ।


















