আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের কাতার প্রবাসী মেয়ে শাহীনুর বেগমের বাড়ির পুকুর থেকে মঙ্গলবার দুপুরে মা শাহাভানু বেগম (৭০) এর লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে তার ছেলে মো. শহীদুল ইসলাম হাওলাদার।
দক্ষিণ টেপুরা গ্রামের মৃত জব্বার হাওলাদারের স্ত্রী শাহাভানু একই গ্রামের কাতার প্রবাসী মেয়ে শাহিনুর বেগমের বাড়িতে নাতি অন্তরকে (১২) নিয়ে মঙ্গলবার রাতে ঘুমিয়েছিলেন।
বুধবার সকালে ঘরের সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহাভানুর মৃত্যুর ঘটনায় তার ছেলে মো. শহিদুল ইসলাম হাওলাদার বুধবার রাতে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, শাহাভানুর নিহতের ঘটনায় তার ছেলে বুধবার রাতে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত চলছে।


















