28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

এক বছর পর টিভি নাটক নির্মাণে তৌকীর আহমেদ

দীর্ঘ এক বছর পর টেলিভিশন নাটক নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। আগামী ঈদের জন্য তিনি তিনটি নাটক নির্মাণ করছেন।

এরই মধ্যে প্রথম নাটকটির শুটিং শেষ। ‘পাদুকা সমাচার’ নামে এ নাটকটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রওনক হাসান ও নাজিয়া হক অর্ষা।

এছাড়া ‘স্বর্ণলতা’ ও ‘রক্ত ঋণ’ নাটক দুটির শুটিংও চলতি মাসেই সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। তিনটি নাটকের গল্পও তার লেখা। নাটকগুলো প্রসঙ্গে তৌকীর বলেন, ‘পরবর্তী ছবি নির্মাণের কাজ শুরু হতে এখনও অনেক দেরি। তাই অভিনয়েই এখন সময় দিচ্ছি বেশি।

এর মাঝে ওয়েবের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম টিভি নাটক নির্মাণের জন্য। এবার সেটিও শুরু করলাম। নাটকগুলো আগামী ঈদে টিভিতে প্রচার হবে। পাশাপাশি অন্য পরিচালকদের নাটকে অভিনয়েও দেখা যাবে আমাকে। ছবি নির্মাণের আগে নাটক নিয়েই হয়তো সময় কাটবে আমার।’

প্রসঙ্গত, ২০১৮ সালে কোরবানির ঈদে টিভিতে তার পরিচালনায় সর্বশেষ ‘খোঁজ’ নামে একটি নাটক প্রচার হয়েছিল। অন্যদিকে নতুন ছবি নির্মাণের প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছেন তৌকীর আহমেদ।

তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি সম্প্রতি সার্ক চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। এছাড়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবিতে অভিনয়ও করেছেন তৌকীর আহমেদ। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official