28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ওরা ৪৪ তরুণ তরুণী সৌভাগ্যবান পেলেন পুলিশে চাকরি

কোনও ধরনের আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে বরিশালে মাত্র ১শ’ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন ৪৪ জন। রোববার রাতে তারা চূড়ান্তভাবে নিয়োগ পান।
বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের একটি সূত্র জানায়- সরকারি কোষাগারে ১শ’ টাকা জমা দিয়ে গত ১ জুন বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কনস্টেবল পদের জন্য বাছাইয়ে অংশ নেন ১ হাজার ৮৫০ জন প্রার্থী। প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হন ৬০৯ জন। ২ জুন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার পর ৪ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩ জন। পরে ৬ জুনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৪৪ জন। রবিবার রাতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। চূড়ান্ত নিয়োগ পাওয়া ৪৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ।

চূড়ান্তভাবে নির্বাচিতরা বলেন, ‘সরকারি কোষাগারে ১০৩ টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমরা জমা দিয়েছি ১শ’ টাকা। সব প্রার্থীর পক্ষে এসপি স্যার (পুলিশ সুপার) নিজে ৩ টাকা করে জমা দিয়েছেন। কোনও ধরনের অবৈধ লেনদেন ছাড়া চাকরি পাওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৩ জনের সবাই যোগ্যতা সম্পন্ন। তারপরও পুলিশ হেড কোয়াটার্সের কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official