শনিবার , ১৬ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশু খালা-ভাগ্নির মৃত্যু

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে পুকুরে পরে দুই কন্যা শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। নিহত একজনের বাড়ি টাংগাইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মো.মতিন(৩০) এর কন্যা সন্তান ফাতেমা(৪)।

অপরজনের বাড়ি দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ফজলু (৩৫) এর কনিষ্ঠ কন্যা সন্তান শোহানা(৫)। সম্পর্কে তার দুইজন কন্যা শিশু আপন খালা-বোনজি। তবে নিহত ফাতেমা তার নানা বাড়িতে বেড়াতে আসছেন বলে জানা গেছে।

পরিবার সদস্যরা জানান,শনিবার সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনজি খেলতে যায়। খেলা- ধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা।

কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে। স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নায় রোল পড়ে যায়। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, দুই শিশুর মৃত্যু খবরে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন