ঝালকাঠি সদর উপজেলার গরঙ্গল গ্রামে একটি খালের ওপর অবৈধভাবে নির্মিত পাকা দুইটি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সারেঙ্গল গ্রামে সরকারি একটি খাল দখল করে স্থানীয় শ্যামল ঘরামী ও মিলন মুন্সি নামে দুই ব্যক্তি পাকা স্থপনা নির্মাণ করেন। খবর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এসময় পুলিশের সহযোগিতায় পাকা দুইটি স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।
ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেসা খানম বলেন, খালের ওপর অবৈধভাবে কেউ স্থাপনা করলে তা উচ্ছেদ করা হবে। এর পরেও কেউ পুনরায় নির্মাণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরণের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।