29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা প্রশাসন

দেয়ালে দেয়ালে হাস্যকর ‘জিরো জিরো সেভেন’

রিফাত শরীফকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় ‘জিরো জিরো সেভেন’ (007) নামে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। কে কখন কী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হবে; তার নির্দেশনা আসে ওই গ্রুপে। নির্দেশনা অনুযায়ী পরদিন সকালে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মেসেঞ্জার কথপোকথনের স্ক্রিনশটে দেখা যায়, ঘাতক রিফাত ফরায়েজী আগের দিন রাত ৮টার দিকে গ্রুপের সদস্যদের পরের দিন সকাল ৯টায় বরগুনা সরকারি কলেজের সামনে থাকার নির্দেশ দেয়।

দেয়ালে দেয়ালে হাস্যকর ‘জিরো জিরো সেভেন’

দেয়ালে ‘জিরো জিরো সেভেন’

বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নামের সঙ্গে মিলিয়ে এ গ্রুপের নাম রাখা হয় ‘জিরো জিরো সেভেন’। গ্রুপটির নেতৃত্বে ছিলেন রিফাত শরীফ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নয়ন বন্ড।

বন্ড অংশটি নয়ন নিজের নামে জুড়ে দেয়। সংবাদমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘জিরো জিরো সেভেন’ গ্রুপের নাম সামনে আসে। এরপরই দেশব্যাপী আলোচনায় আসে মেসেঞ্জার গ্রুপটি।

 হঠাৎ দুদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ইংরেজিতে ‘জিরো জিরো সেভেন’ লেখা দেখা যাচ্ছে। কোনো কোনো দেয়ালে হাসি চিহ্নিত দুটি শুন্য শেষে ইংরেজিতে ৭ লেখা যাচ্ছে। শহরের কমলাপুর এলাকাসহ পুলিশ লাইনের আশপাশের দেয়ালগুলোতে এ লেখা শোভা পাচ্ছে। পুলিশ লাইনের দেয়ালেও এমন লেখা রয়েছে।
দেয়ালে দেয়ালে হাস্যকর ‘জিরো জিরো সেভেন’

দেয়ালে ‘জিরো জিরো সেভেন’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিন ধরে হঠাৎ করেই দেয়ালে ‘জিরো জিরো সেভেন’ লেখা দেখা যাচ্ছে। অনেকের ধারণা, বরগুনার আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার পর ‘জিরো জিরো সেভেন’ মেসেঞ্জার গ্রুপের নাম ছড়িয়ে পড়ে। হয়তো স্কুল-কলেজ পড়ুয়া বা অন্য কোনো তরুণরা প্রতিবাদস্বরূপ দেয়ালগুলোতে এটা লিখেছে।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, কে বা কারা এটা লিখেছে; এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official