একটি মায়ের কলিজা ছেড়া চাপা কষ্টের ধারালো আর্তনাদ (আহহ হা…)। ১০মাস গর্ভে ধারণ করে জন্ম দেয়া নয়ন কে সে হয়তো কখনোই এই দিন টা দেখার জন্য বড় করেনি। ছেলে কার গেছে ? ১০ মাস গর্ভধারন করা একজন গর্ভধারিনী মায়ের। পাপ বাপ কেও ছাড়ে না… সেটা হয়তো নয়ন ভালো করেই ফল পেয়েছে।
কিন্তু মায়ের বুক ছেড়া কষ্ট কি কেউ ভুলিয়ে দিতে পারবে…? পারবে না…!
কোনো মা বাবাই চায় না তার সন্তান খারাপ হোক। নয়নের মত এমন একটা দিন দেখুক…
নয়ন হয়ত তার শাস্তি পৃথিবীতেই পেয়ে ওপারে গেছে। কিন্তু সন্তান হারা মায়ের আর্তনাদ কি এতো সহজেই ভুলে যাবে তার মা। মা লাশ দেখলেন। অনেককেই বললেন লাশ দাফনের জন্য। কেউ রাজি হচ্ছিল না। শেষমেষ তিনি পুতে দিতে বললেন।
‘বন্দুকযুদ্ধে’ নিহত বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০২ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার সোনারবাংলা গ্রামে তার দাফন শেষ হয়।
এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে মরদেহ গ্রহণ করেন নয়নের দুঃসম্পর্কের এক মামা। সেখান থেকে সদর থানার উপ-পরিদর্শক ইন্দ্রজিৎ নয়নের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেন।
সেখান থেকে সোনারবাংলা গ্রামে নিয়ে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (০২ জুলাই) ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নয়ন বন্ড।
গেল বুধবার (২৬ জুন) রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও একাধিক মাদক মামলার আসামি ছিলেন তিনি।