মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পিরোজপুরে ৭০৯টি গৃহ ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৯, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ সারাদেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি গৃহ হস্তান্তর করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর বিষয়বস্তু তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল আলম।
এসময় প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করা হবে। এ উপলক্ষে পিরোজপুর জেলার সকল উপজেলায় অনুরুপ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়াও মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মরিয়ম জাহানের সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলার গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তরের বিষয় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ভুমি উন্নয়ন কর্মকর্তা ফারজানা আক্তার, ইউপি চেয়ারম্যান গন এসময় উপস্থিত ছিলেন। পিরোজপুর সদর উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ২শত ১৫টি ঘর বিতরন করা হবে। সভায় এসময় পিরোজপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্তত ২০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক