সোমবার , ২৫ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পোর্ট রোড মোকাম ইলিশে ভরপুর

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২৫, ২০২২ ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড মোকামে আসতে শুরু করেছে শত শত মণ সামুদ্রিক ইলিশ। তবে নদীর ইলিশ আসছে কম। নদীর ইলিশের দাম তুলনামূলক বেশি। আর সামুদ্রিক ইলিশ বিক্রি হচ্ছে কম দামে। আগামী কয়েকদিন সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে ধারণা করছেন মৎস্য কর্মকর্তারা।

ইলিশ প্রজনন নিরাপদ করতে প্রতি বছর সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন নদী থেকে গড়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ মণ ইলিশ আসতো বরিশাল মোকামে। তবে ২৩ জুলাই মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হতেই শত শত মণ সাগরের ইলিশ আসতে শুরু করেছে বরিশাল মোকামে। সোমবার বরিশাল মোকামে এসেছে প্রায় ১ হাজার মণ সামুদ্রিক ইলিশ। আর স্থানীয় নদীর ইলিশ এসেছে ৫০ থেকে ৬০ মণ।

পোর্ট রোডের ইলিশ ব্যবসায়ী হালিম সিকদার জানান, সোমবার নদীর ইলিশ চড়া দামে বিক্রি হলেও সামুদ্রিক ইলিশ প্রতিমণ সাইজ ভেদে বিক্রি হয়েছে ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকা। আগামী দিনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে মনে করেন তিনি।

আরেক ইলিশ ব্যবসায়ী মো. হারুন বলেন, ক্রেতাদের আকর্ষণ নদীর ইলিশে। স্থানীয়দের মাঝে সামুদ্রিক ইলিশের কদর কম। আগামী কয়েক দিনে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে ধারণা তার।

বরিশাল জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সোমবার বরিশাল মোকামে হাজার মণ সামুদ্রিক ইলিশ আসলেও অন্যান্য বছরের তুলনায় পরিমাণ কম। আগামী কয়েকদিনে সাগরে আহরিত হাজার হাজার মণ ইলিশ উপকূলের বিভিন্ন মোকামে আসবে। তখন দামও কিছুটা কমবে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সাগরে ইলিশ শিকার করে ট্রলারগুলো কীভাবে উপকূলে ফিরে আসছে জানতে চাইলে ড. বিমল চন্দ্র দাস বলেন, এগুলো ছোট ট্রলার। ট্রলারগুলো গভীর সমুদ্রে যায় না। উপকূলের কাছাকাছি এলাকায় ইলিশ শিকার করে কাছের কোনো জায়গায় ল্যান্ডিং করে পরে আবার সমুদ্রে চলে যায় তারা।

সর্বশেষ - অপরাধ