মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২৫, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-সচিব শহিদুল ইসলাম। সোমবার দুপুর ২টায় তিনি যোগদান করতে জেলা প্রশাসনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

এ সময় দাপ্তরিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পাশাপাশি নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলামকে জেলা প্রশাসকের নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনদীপ ঘড়াই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রূম্পা সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম সব শেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

এর আগে শহিদুল ইসলাম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বদলী করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

সর্বশেষ - প্রচ্ছদ