বরিশালে উজিরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ হাফিজুল হাওলাদার (১৮)নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বরিশাল র্যাবিট এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-৮)।
আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রাম থেকে হাফিজুল হাওলাদার (১৮) কে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
এবিষয়ে র্যাব ৮ এর এএসপি ইফতেখারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় ইয়াবা বেচাকেনা চলছে পরে অভিযান চালিয়ে হাফিজুলকে আটক করে তার দেহ তল্লাশি করে ৩০পিচ ইয়াবা পাওয়া যায়। আটকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।