এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আবহাওয়া জেলার সংবাদ বরিশাল

ব‌রিশা‌লে স্বরূপে আষাঢ়

ব‌রিশা‌লে সকাল থে‌কে শুরু হয়েছে ইলশেগুঁড়ি বৃ‌ষ্টি‌। কোথাও কোথাও আবার থেমে থেমে নামছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃ‌ষ্টির মধ্যে কর্মমুখী সাধারণ মানুষ ব্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছেন।

রোববার  সকাল ৯টা থে‌কেই নগ‌রের দোকানপাটসহ কার্যালয়-আদালত, স্কুল-ক‌লেজও খু‌লে‌ছে। বৃষ্টির কারণে দোকানগুলোতে ক্রেতা‌দের তেমন ভিড় না থাক‌লেও শিক্ষা-প্র‌তিষ্ঠানগু‌লো‌তে শিক্ষার্থী‌দের উপ‌স্থি‌তি ‌ছি‌লো চো‌খে পড়ার ম‌তো। বৃ‌ষ্টিতে সড়‌কের কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হ‌লেও ভা‌টিখানাসহ নগ‌রের ভাঙা সড়কের খানাখ‌ন্দে পা‌নি জ‌মেছে। খানাখন্দে জমে থাকা পানি মাড়িয়ে যেতে হচ্ছে চলাচলরতদের। এতে তারা পড়েছেন দুর্ভোগে।

নদ-নদীর পা‌নি স্বাভা‌বি‌কের চেয়ে কিছুটা বাড়‌লেও কোথাও প্লা‌বিত হওয়ার খবর পাওয়া যায়‌নি। এছাড়া ব‌রিশাল নদীবন্দর থে‌কে সঠিক সময়ে নৌ-সড়ক রুটের যানবাহনগু‌লো যাত্রী‌দের নি‌য়ে গন্ত‌ব্যের উ‌দ্দে‌শে ছেড়ে গেছে।

ব‌রিশাল আবহাওয়া কার্যালয়ের সি‌নিয়র পর্যবেক্ষক আ‌নিসুর রহমান বাং ব‌লেন, ব‌রিশালে মৌসুমী বায়ুর প্রভাব স‌ক্রিয় র‌য়ে‌ছে। আর এ সময়টায় মৌসুমী বায়ুর প্রভা‌বেই নামছে বৃ‌ষ্টি। যা আ‌রও কয়েকদিন ধরে চলবে। তারপর ক‌মে গি‌য়ে আবা‌রও শুরু হ‌বে। এ সময়টা‌তে সমুদ্র বন্দ‌রে ৩ নম্বর ও নদীবন্দরগু‌লো‌তে ১ নম্বর সতর্কতা সং‌কেত রয়েছে।

‌তি‌নি আরও ব‌লেন, শনিবার (৬ জুলাই) থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ব‌রিশা‌লে ৫০ দশ‌মিক ৮ মি‌লিমিটার বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে। বৃ‌ষ্টির কার‌ণে গত ক‌য়েকদিন থে‌কে তাপমাত্রা তেজিভাবও কিছুটা ক‌মে‌ছে।

এ‌দি‌কে জেলা মৎস কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, এ ধর‌নের বৃ‌ষ্টি‌পাতকে মূলত ‘ই‌লশেগুঁ‌ড়ি’ বৃ‌ষ্টি বলা হয়। বৃ‌ষ্টি ও আবহাওয়াটা পু‌রোপু‌রি ই‌লি‌শ মাছের জন্য উপ‌যোগী। এ সময়ে জে‌লে‌দের জা‌লে প্রচুর ই‌লিশ ধরার কথা, মেঘনাসহ কিছু কিছু নদী‌তে ই‌লিশ ধরা পড়‌ছে। ত‌বে বৃ‌ষ্টি আ‌রও ক‌য়েক‌দিন থাক‌লে নদ-নদী‌ থেকে প্রচুর ই‌লিশ ধরা পড়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। এর প্রভাব বাজা‌রেও দেখা যা‌বে।

তবে এখন পর্যন্ত ব‌রিশা‌লের বাজা‌রগুলোতে ইলি‌শের আমদা‌নি বা‌ড়ে‌নি ব‌লেও জানান নগ‌রের পোর্ট‌রোপস্থ বেসরকা‌রি মৎস অবতরণ কে‌ন্দ্রের ব্যবসায়ীরা।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official