এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ ঢাকা

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

সাভারে মোবাইল চুরির অপবাদ দিয়ে সবুজ (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে পৌর এলাকার কাতলাপুর মহল্লার ইসকন মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ নিলফামারীর সৈয়দপুর থানার আইসক্যান গ্রামের নিখিলের ছেলে। তিনি সাভারের উলাইল ভান্ডারীমোড় এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন, সবুজ রাতে মন্দিরের ভেতরে ঢুকে মোবাইল চুরি করেছিলেন। এ ঘটনায় তাকে আটকে রেখে মন্দিরের লোকজন গণপিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সকালে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়।

এ সময় একজন ভ্যানচালক সবুজকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তবে বিষয়ে কাতলাপুর কানাই লাল জিউ বিগ্রহ মন্দিরের (ইসকন মন্দির) কেউ মুখ খুলতে রাজি হননি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আমজাদুল হক বলেন, সবুজ নামে এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। পরে পুলিশ মরদেহটি নিয়ে যায়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সবুজ একজন মাদকসেবী ছিল এবং মন্দিরের ভেতরে ঢুকে মোবাইল চুরি করায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official