25 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু

শিশু ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

অনলাইন ডেস্ক :

শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ এবং ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’।

বুধবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, গত ছয় মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে শিশু ধর্ষণের সংখ্যা। শুধু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ছয় মাসে ৫৩৭ জনেরও বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের শিকার হয়েছে ৫৩ শিশু, হত্যা করা হয়েছে ২০৮ শিশুকে। এছাড়া শিশুকে ধর্ষণের পর তাকে হত্যা, ধর্ষণের শিকার শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে বেশ কিছু। এসব ধর্ষণের ঘটনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা হয়নি। বছরের পর বছর ধরে মামলা চলছে, শাস্তি ঘোষণা হলেও আদালতের রায় দ্রুত কার্যকর করা হচ্ছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অনেকে জামিন নিয়ে বের হয়ে আসছে। এ অবস্থা চলতে থাকলে শিশুদের সঙ্গে এই জঘন্যতম ঘটনাগুলো ঘটতে থাকবে। বর্তমান সরকার শিশুতোষ বিষয়গুলোতে বেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কিন্তু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে।

মানববন্ধনে ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

এক. শিশু ধর্ষণের বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক ও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি আর্থিক জরিমানা করতে হবে।

দুই. ধর্ষকের পরিচয় গণমাধ্যমে বিস্তারিত প্রকাশ করতে হবে এবং সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।

তিন. শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার শিশুর পরিবারের সুরক্ষায় আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।

চার. ধর্ষকের বিচার জামিন অযোগ্য ধারায় মামলা পরিচালিত করতে হবে। প্রমাণসাপেক্ষে দেশের কোনো আদালতে কোনো আইনজীবী যেন ধর্ষকের পক্ষে আইনি লড়াই না করেন।

পাঁচ. যারা ধর্ষকের বিচার গ্রাম্য সালিশ বা নামমাত্র অর্থমূল্যে মীমাংসা করবে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

ছয়. শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতন বন্ধে এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণে জাতীয় ও জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করতে হবে।

সাত. সব ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ বন্ধে খোলামেলা আলোচনা করতে হবে এবং শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official