28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

স্ত্রীকে গালি দেয়ায় বড় ভাইকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :

ফেনীর পরশুরামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই আবু বক্করকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছোট ভাই আবুল বশর। পরশুরাম থানায় এমন অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।

বুধবার দিনগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বক্কর। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের অলোকা গ্রামে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় ছোট ভাই আবুল বশর ও তার ছেলে মোহাম্মদ শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আবু বক্কর ওই এলাকার ছাদেক হোসেনের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৮ জুলাই সোমবার পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই আবুল বশরের স্ত্রীকে গালমন্দ করেন বড় ভাই আবু বক্কর। বিষয়টি আবুল বশরকে তার স্ত্রী জানালে তিনি ক্ষিপ্ত হন। মঙ্গলবার বিকেলে বড় ভাই আবু বক্কর কাজ শেষে বাড়ি ফিরলে আবুল বশর লোহার রড ও শাবল দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। এ সময় আবুল বশরের ছেলে মোহাম্মদ শরিফও যোগ দেন।

গুরুতর আহত আবু বক্করকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার সকালে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে আবু বক্করের পরিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official