Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

আগামী বছর দেশেই উৎপাদিত হবে গাড়ি

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতেই উৎপাদন হতে যাচ্ছে গাড়ি। আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ বিদেশি প্রযুক্তি সহায়তায় এই গাড়ি উৎপাদন করতে যাচ্ছে।

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ১০০ একর জমির উপর বর্তমানে চলছে কারখানাটির নির্মাণ কাজ। এতে প্রাথমিকভাবে বিনিয়োগ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। পর্যায়ক্রমে কারখানাটিতে বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

কারখানাটিতে মূলত যুক্তরাষ্ট্র, চীন, ইতালি এবং ভারতের প্রযুক্তি সহায়তায় বিভিন্ন ধরনের ট্রাক, পিক-আপ, সেডান কার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এবং মোটরসাইকেল তৈরি হবে বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ ফোরাম।

গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল, এই কারখানা চালু হলে প্রথমবারের মত বাংলাদেশের মাটিতেই একটি গাড়ির প্রায় ৬০% যন্ত্রাংশ উৎপাদিত হবে। এর মধ্যে চেসিস, লিথিয়াম ব্যাটারি, মোটর, সফটওয়্যার এবং বডি রয়েছে।

মিরসরাইয়ে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানাটি

এই কারখানায় তৈরি করা গাড়িগুলোর মধ্য এসইউভির দাম ২৫ লাখ টাকা পড়বে বলে জানা গেছে। এছাড়া সেডান কার মিলবে ১২-১৫ লাখ টাকার মধ্যে। এছাড়া ৫০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে পাওয়া যাবে মোটরসাইকেল।

কোম্পানির মার্কেট রিসার্চ অনুযায়ী, দেশে ২০২৫ সাল নাগাদ বছরে ৪ লক্ষ গাড়ি বিক্রির বাজার সৃষ্টি হবে। ইলেকট্রিক গাড়ির জন্য কোম্পানিটি ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করবে, যা মাত্র ৪০০ টাকায় পুরোপুরি চার্জ করা যাবে। আর ১০ বছর চলবে একটি ব্যাটারি। দেশের হাইওয়েগুলোতে স্থাপিত হবে কুইক চার্জিং পয়েন্ট স্থাপন।

এখন পর্যন্ত বেশ কয়েকটি কোম্পানি দেশে মোটরসাইকেল তৈরি করে আসছে। তবে এখনো কোনো কোম্পানি দেশের মাটিতে চার চাকার গাড়ি উৎপাদন করেনি। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম কোম্পানি হিসেবে এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের মধ্যেই বাজারে পাওয়া যাবে ‘মেইড ইন বাংলাদেশ’ গাড়ি!

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official