27 C
Dhaka
জুলাই ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

আমরা দেশের উন্নয়ন চাই গনতন্ত্রকে ধ্বংশ করে নয়: সরোয়ার

বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেছেন দেশের লাখো শহীদের রক্তের বিনিময় দেশ স্বাধীন ও গনতন্ত্র উদ্ধার হয়েছে।আমরা দেশের উন্নয়ন চাই গনতন্ত্রকে ধ্বংশ করে নয়।
সরোয়ার আরো বলেন আগামী সিটি নির্বাচনের ভোট যুদ্ধের মাধ্যমে এদেশের গনতন্ত্র উদ্ধারের মাধ্যমে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।
এখন থেকে তরুন প্রজন্ম ভোটারদের গনতন্ত্র উদ্ধার সহ কেন্দে এসে ভোট প্রদান করার উৎসাহ যোগাতে হবে স্বেচ্ছাসেবকদলকে।

শুক্রবার বিকালে নগরীর পশ্চিম কাউনিয়া মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বাসভবনে মহানগর ও জেলা স্বেচ্ছাবেকদলের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সাংগঠনিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জে এম আমিনুল ইসলাম,মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার,মহানগর সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,মহানগর সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম সম্পাদক মামুন ভূইয়া,সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি।
এসময় সাংগঠনিক মতবিনিময় মহানগর ও জেলা ও বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবকদলের সভাপতি সম্পাদক সহ নেতা-কর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি নির্বাচনের মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সম্পাদক সহ সংগঠনের প্রতিটি কর্মীদের বলেন আগামী ১০ই জুলাই নির্বাচনের প্রতিক বরাদ্ধের পর থেকে স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা নিজেদের মধ্য থেকে নির্বাচনী কাজগুলো ভাগ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এছাড়া ৩০ই জুলাই সিটি নির্বাচনের দিন প্রতিটি ওয়ার্ডের সেচ্ছাসেবকদলের কর্মীদেরকে ভোটার এনে ভোট প্রদান করার কাজে সহযোগীতা করার কাজে লিপ্ত থাকতে হবে।
সিটি কর্পোরেশন নির্বাচনে শুধু মেয়র হওয়া বড় কথা নয় এ বিজয় হবে গনতন্ত্র উদ্ধারের বিজয়।
আমরা বরিশালে গাজীপুর ও খুলনার মত নির্বাচন হতে দেব না।

এছাড়া মেয়র প্রর্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার রাতে একইস্থানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নগরীর ৬ নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া তিনি শুক্রবার দুপুরে নগরীর পোর্টরোড জামে মসজিদে জুম্মা নামায আদায় করে মুসল্লিদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official