বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আওয়ামীলীগের ১৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় উপদেস্টা মাহবুবু উদ্দিন আহম্মেদ (বীর বিত্রক্রম), মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু ও অ্যাডভোকেট আফজালুল করীম, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু, সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম, গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান।
এছাড়া ৬ সদস্যের দপ্তর উপ কমিটির প্রধান হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, প্রচার উপ কমিটির প্রধান সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, গণমাধ্যম উপ কমিটির প্রধান আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু। এছাড়া দলের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব পেয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাছ চৌধুরী দুলাল। আওয়ামীলীগ সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়কে প্রধান নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহার করবে। এছাড়াও প্রধান কার্যালয়ের আরও ৩টি শাখা প্রচার ক্যাম্প স্থাপন করা হবে জানিয়েছেন গোলাম আব্বাছ চৌধুরী দুলাল।
